বিশ্বনাথে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৫ ইং, ৮:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেছেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশ সব সময় অপরাধের বিরুদ্ধে কাজ করে। এর জন্য প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা। তিনি আরও বলেন, নাগরিক জীবন যাত্রার মান উন্নয়ন করাই কমিউনিটি পুলিশিং এর মূল লক্ষ্য। অপরাধ দমন ও কারণ চিহিৃত করে তা প্রতিরোধ করতে কমিউনিটি পুলিশিং এর সদস্যদেরকে কাজ করতে হবে।
তিনি শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে থানা প্রশাসন আয়োজিত কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সদস্য আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সিলেট জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির আলী, কমিউনিটি পুলিশিং এর সদস্য মাসুক মিয়া, তজম্মুল আলী, নাছির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লিয়াকত আলী। অনুষ্ঠানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান মাসুদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য এমদাদুর রহমান মিলাদ, নূর উদ্দিন প্রমূখসহ বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।