বিশ্বনাথে ক্রিকেট লীগের ফাইনাল খেলা বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৫ ইং, ৮:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৫০ বার পঠিত
স্টাপ রিপোর্টার :: বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের ৩য় বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার চান্দশীনকাপন মাঠে অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ সমাজসেবক মো. পংকি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমির আলী। অনুষ্ঠানে ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতি কামনা করেছেন বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জুবেল আহমদ সাধারণ সম্পাদক জামাল আহমদ।