বিশ্বনাথে চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৫ ইং, ৭:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৫০ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে রবিবার বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পরে স্থানীয় বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুন নূর মেম্বারের সভাপতিত্বে ও শিক্ষক কামালউদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শরীর ও মন ভাল রাখতে খেলার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বে আলোড়ন সৃষ্ঠি করেছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা, সমাজসেবক মাহবুব মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, এস.এস. নুনু মিয়া, আওয়ামী লীগ নেতা মো. ময়না মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেন, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মুহিবুর রহমান সুইট।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আপ্তাব আলী, মকদ্দছ আলী, আব্দুস সত্তার, সানাহর আলী, সমাজসেবক জবান আলী, আইয়ুব আলী, মানিক মিয়া, বকুল দেব, লাল মিয়া, লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রইছ আলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সূফি, আওয়ামী লীগ নেতা মিজাজুল হোসেন, কনক চন্দ্র ধর, সিরাজ মিয়া, কামাল আহমদ, নূর মিয়া, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি রইছ আলী, সাধারণ সম্পাদক আজমদর আলী, সেচ্ছাসেবক লীগের সভাপতি পংকজ বিহারী দাশ, সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, যুবলীগ সভাপতি নূরুল আমীন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, রনজিত দাশ, ছাত্রলীগ সভাপতি এনামুল হক বিজয়, সাধারণ সম্পাদ সমির দে ঝুলন, মুজিবুর রহমান, সারোয়ার আরেফিন, কয়েছ আহমদ।