বিশ্বনাথে ছাত্রলীগের আহবায়ক জয়ের গ্রুপের সভা স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ২:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৮২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার সিলেটের বিশ্বনাথে একই স্থানে সভা সমাবেশের আয়োজন করছে উপজেলা ছাত্রলীগের দুইটি গ্রুপ। তবে উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। অবশেষে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় গ্রুপের অনুসারীদের ডাকা সভা স্থগিত ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির একাংশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক হয়। এ বৈঠকে সোমবারের সভা স্থগিত করার সিন্ধান্ত গৃহিত হয় বলে জয় গ্রুপের একাধিক নেতার্মী জানান। পরে এই সভার দিন তারিখ ঘোষনা করা হবে বলে তারার জানান। মঙ্গলবার বিকেলে হরতাল-অবরোধের বিরোধে ছাত্রলীগ উপজেলা সদরে মিছিল বের করার কথা রয়েছে।
জানাগেছে, আধপিত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় ও যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট’র মধ্যে গ্রুপিং দ্বন্ধ চলে আসছে। অনেক সময় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী হলে তারা পৃথক ব্যানারে সেই কর্মসূচী পালন করতে দেখা যায়। তবে চলমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান ঘুরে তাদের মধ্যে দেখা দিয়েছে নতুন মরুকরণ। প্রথমে ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় তার অনুসারি ছাত্রলীগ নিয়ে উপজলো সদরের রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই অনুষ্টান করার আগ্রহ প্রকাশ করেন। একই স্থানে ৩০ ও ৩১ মার্চ দুইদিন ব্যাপী স্বাধীনতা ও জাতীয় দবিস উপলক্ষে অনুষ্টান করার প্রস্তুতি নিয়েছেন ছাত্রলীগরে যুগ্ন-আহবায়ক মুহিবুর রহমান সুইট।
এব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফযজুল ইসলাম জয় ও তার অনুসারী ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ ও রাজু আহমদ বলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সর্ব সম্মতিক্রমে সোমবারের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
দলের অভিভাবক সংগঠন আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আহবানে সাড়া দিয়ে আমাদের সভা স্থগিত ঘোষনা করা হয়। তবে এ সভা-সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ পরবতির্তে জানানো হবে।
ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট বলেন, সোমবারের সভা সফলের লক্ষে মিছিল-সমাবেশ করেছি।