বিশ্বনাথে ছাত্রলীগের এক পক্ষের সভা স্থগিত-অপর পক্ষের বহাল
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ৪:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৯২৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার একই স্থানে সভার আয়োজনের ডাক দেয় উপজেলা ছাত্রলীগের দুইটি গ্রুপ। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় গ্রুপের অনুসারীদের ডাকা সভা স্থগিত ঘোষনা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির জয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক হয়। এ বৈঠকে সোমবার তাদের ঘোষিত সভা স্থগিত করার সিন্ধান্ত গৃহিত হয় বলে একাধিক নেতাকর্মী জানান। পরে এই সভার দিন তারিখ ঘোষনা করা হবে বলে তারার জানান।
এদিকে, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট অনুসারীরা রোববার বেলা ২টায় উপজেলা সদরের মিছিল-সমাবেশ করেছে। উপজেলা সদরের বাসিয়া ব্রীজের সামন থেকে মিছিলটি বের করে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে নতুন বাজারস্থ গোলচত্তরে সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুবেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন, জুনাব আলী, আবদুল আজিজ সুমন, দবির মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা রফিক মিয়া, প্রজম্মলীগের আহবায়ক তোফায়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সদস্য কাওছার আহমদ, বিষু দে, সায়হাম সিকদার, রিপন দে।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রাজু খান, রায়হান, মোবারক হোসেন, সাদেক মিয়া, আরব শাহ, আবদুল মুকিত সুমন, আবুল হাসান, এনামুল হক বিজয়, সারোয়ার আরেফিন, শাহ মুজিব, রাজন, আবদুল্লাহ,কামাল আহমদ, অভি দে, কাওছার আহমদ, আকমল হোসেন, এবাদুর রহমান, জুনেল, মিয়াদ, সেলিম আহমদ প্রমূখ।
বিকেল ৪টায় এ রির্পোট লেখা পর্যন্ত মুহিবুর রহমান সুইটের অনুসারীদের ডাকা তাদের সভা বহাল রয়েছে বলে তার অনুসারী কয়েকজন নেতা জানান।
জানাগেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় ও যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট’র মধ্যে গ্রুপিং চলে আসছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী হলে তারা অনেক সময় পৃথক ব্যানারে সেই কর্মসূচী পালন করেন। স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান ঘুরে তাদের মধ্যে দেখা দিয়েছে নতুন মরুকরণ। গত ২৭মার্চ ফয়জুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে সোমবার বিকেল ৫টা থেকে উপজেলা সদরের রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠ সভার কাজে ব্যবহারের অনুমতি চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হয়। পরদিন মুহিবুর রহমান সুইট গ্রুপের পক্ষ থেকেও একই সময় একই মাঠটি সোমবার ও মঙ্গলবার সভার কাজে ব্যবহারের জন্য অনুমতি চেয়ে আরেকটি আবেদন করা হয়। তবে এক প্রুপ তাদের সভা স্থগিত ঘোষনা করলেও অপর পক্ষ তাদের সভা বহাল রাখায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তজেনা বিরাজ করছে।
এব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফযজুল ইসলাম জয় বলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সর্ব সম্মতিক্রমে সোমবারের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আহবানে আমাদের সভা স্থগিত ঘোষনা করা হয়। তবে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ পরবতির্তে জানানো হবে।
ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট বলেন, আমাদের সভা বিদ্যালয়ের মাঠে অনুমতি না পেলে অন্য স্থানে অনুষ্ঠিত হবে। তবে আমাদের ডাকা সভা স্থগিত কিংবা পরির্বতনের কোনো সিন্ধান্ত এখনো হয়নি।