বিশ্বনাথে জাতীয় ছাত্র সমাজের সভা
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ৫:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৬০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মঞ্জুর আহমদ আরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.আবদুল্লাহ’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস.এম আরশ আলী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক জয়নুল আবেদিন (জয়নাল)।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আবদুল হান্নান, সাবেক প্রচার সম্পাদক হাজী জনির আলী মেম্বার, যুব সংহতি নেতা হেলাল আহমদ রাজা, ছাত্র সমাজ নেতা আবুল ফয়েজ, সুয়েব উদ্দিন খান, সুমন আহমদ, রুমান হোসেন, সেলিম উদ্দিন, দিলোয়ার হোসেন, তাজুল ইসলাম প্রমূখ।