বিশ্বনাথে জাতীয় পার্টির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৫ ইং, ৭:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৫০ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: দেশ ব্যাপী জ্বালাও, পোড়াও, ও মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টি গতকাল শুক্রবার রাজাগঞ্জবাজারে মানববন্ধন করেছে। খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি উমর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক মো. সিতাব আলী।
জাতীয় পাটির নেতা রাজু আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, জাপা নেতা আজাদ মিয়া, গোলাম জবদানী, খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রদিপ চন্দ্র দেব, সাবেক সভাপতি রইছুল আহমদ, কালা মিয়া, খোয়াজ আলী, আব্দুর রব, অরুণ চন্দ্র দেব, সেবুল মিয়া, বাবুল মিয়া, আমির আলী, শ্যামল চন্দ্র দাশ, চাদ মিয়া, বাবুল মিয়া, আলী হোসেন, ইসলামউদ্দিন প্রমুখ।