বিশ্বনাথে ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ১০:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে থানা পুলিশ সাব্বির আহমদ বাচ্চু নামের এক ডাকাত কে গ্রেফতার করেছে। সে উপজেলার মদনপুর গ্রামের বেলাল আহমদের পুত্র। বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার এস আই দ্বিপন চন্দ্র সরকার ডেইলি বিশ্বনাথ ডকটম কে বলেন,গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।