বিশ্বনাথে ডিজিটাল মেলার উদ্বোধন সোমবার
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ৮:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে ডিজিটাল মেলার উদ্বোধন আগামিকাল সোমবার। উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ১৬টি স্টল অংশ নিচ্ছে বলে উপজেলা ইউএনও অফিস সূত্রে জানাগেছে। তবে স্টল আরো বাড়তে পারে এমনটাই আসা করছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। সকাল ১১ টায় উপজেলা পরিষদ আয়োজিত ডিজিটাল মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রসাশক মো. শহিদুল ইসলাম। মেলায় সর্বস্থরের জনতার উপস্থিতি কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।