বিশ্বনাথে থালাবন্ধ জমশেরপুর কমিউনিটি ক্লিনিক ঃ ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৯:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::প্রায়ই বন্ধ থাকে, ঔষধ মিলে কম। এমন নানান অভিযোগ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের জমশেরপুর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাদের বিরুদ্ধে। মঙ্গলবার কমিউনিটি ক্লিনিকে গেল তা থালা বন্ধ (১২টা থেকে ১টা পর্যন্ত) পাওয়া যায়। অসময়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি থালাবদ্ধ থাকার কারণ জানতে চাইলেও মিলে নানান বাহানা।
উপজেলার সর্ববৃহৎ মৎস্যপল্লীর জনসাধারণ প্রতিদিন জমশেরপুর কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহন করেন। ঠিকমত ঔষধপত্র সেখানে না পাওয়ার কারণে অনেক সময় ওই এলাকার জনসাধারণ উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকেও বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহন করেন। একদিন বন্ধ থাকলে তাই এলাকার মানুষের ভোগান্তি বেড়ে যায় অনেক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রামপাশা ইউনিয়নের জমশেরপুর, আমতৈল, মাখরগাঁও, ধলীপাড়া এলাকার প্রায় ১৫ হাজার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য ওই ক্লিনিক স্থাপন করা হয়। কিন্তু প্রয়োজনের তুলনায় ঔষধ বরাদ্ধের পরিমাণ কম। তাই অনেক সময় গরীব রোগীরা বিনামূল্যে ঔষধ পাওয়া থেকে বঞ্চিত থাকেন।
এলাকার আক্কাস আলী বলেন, তাদের যখন ভালো লাগে তখন আসে। আবার চলে যায়। কোন সময় ঔষধ দেয়, আবার দেয়না। বড় কর্তারা পরিদর্শনে কম আসেন বলে এখানকার কর্মকর্তারা নিজেদের ইচ্ছামতো চলাফেরা করেন।
ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোবাইডার) জিয়া উদ্দিন বলেন, রোগীদের উপস্থিতির তুলনায় ঔষধ কম পাওয়ার কারণে প্রায়ই আমাদেরকে গালিগালাজ শুনতে হয়। তারপরও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আজ ওই সময় (মঙ্গলবার ১২.৩০টায়) বিশেষ একটু কাজে বাহিরে ছিলাম। তা ছাড়া ক্লিনিকে ঔষধ ছিলনা। তাই রোগীদের সেবা ও দিতে পাচ্ছিলাম না।
এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ইয়াসিন আরাফাতের সাথে ব্যক্তিগত সেলফোনে যোগাযোগ করা চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।