বিশ্বনাথে দুই প্রবাসী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৫ ইং, ১১:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৬২ বার পঠিত
স্টাফ রির্পোটার::বিশ্বনাথে ধীতপুর-ইকবালপুর ইসলামীয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি উদ্যোগে দুই প্রবাসীকে বৃহম্পতিবার বিকেলে মাদ্রাসার হল রুমে সংবর্ধনা দেয়া হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন মিয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আবদুল মালিকের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সোসিয়েল ডেভলাফমেন্ট ট্রাস্টে ইউকের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান,ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, মাওলানা ক্বারী সিরাজ উদ্দিন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হারুনুর রশীদ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রব। কোরআন তেলাওয়াত করেন হাফিজ হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবদুল খালিক, সদস্য সারন মিয়া, আজিজুর রহমান, আবদুল আজাদ লাকি, নাজমুল হক, আজিজুল হক, শিক্ষক আবদুল আলীম, শিক্ষিকা সাবানা বেগম, লিপি বেগম প্রমূখ।