বিশ্বনাথে দূর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ১:২০ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় বাসিয়া ব্রীজের ওপর কর্মসূচী পালিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা একে এম মনোহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা দূর্নীতি কমিশনের সহকারী পরিচালক জুয়েল, উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ, উপ-সহকারী আরশাফ উদ্দিন, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, সততা সংঘের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সদস্য মধু মিয়া, মঈনুর রহমান, মতছির আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আনহার আলী।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠক মছব্বির আলী, রাজা মিয়া, সমিত্রর ধর, কাজল বাবু, রস্তুম আলী, শামছুজ্জামান চৌধুরী প্রিন্স, নবীন সুহেল, সুহেল বাদশা, গোলাম মুরশেদ, ডা.রজত কুমার মজুমদার, নেহারা বেগম প্রমূখ।