বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন ক্রিকেট চ্যাম্পিয়ানশীপের ফাইনাল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৫ ইং, ৮:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মাইজগ্রামে অগ্রণী ক্রিকেট মাঠে ৩য় দেওকলস ইউনিয়ন ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন গতকাল স্থানীয় মাঠে অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় ব্লাক ড্রাগন (৩নং ওয়ার্ড) , রয়েল স্ট্রাইকার্স (৭নং ওয়ার্ড) এর মুখোমুখি হয়। খেলায় ১০ রানে ব্লাক ড্রাগনকে হারিয়ে রয়েল স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অগ্রণী ক্রিকেট ক্লাবের সিনিয়র সদস্য নুরুল ইসলাম শিপু ,শিপলু, সাহেদ,বেলাল এবং শাহজাহানের ম্যাচ পরিচালনায় ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সামাদুর রহমান খান। অগ্রণী ক্রীড়া ও সমাজ কল্যান সংস্থা কতৃর্ক আয়োজিত টূর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সমাজ সেবক সালমান চৌধুরী শাম্মী, অগ্রণী ক্রীড়া ও সমাজ কল্যান সংস্থার প্রতিষ্টাতা ও সভাপতি আহমদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ৭নং দেওকলস ইউ/পি ,৩নং ওয়ার্ড সদস্য খায়রুল আমিন আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দবির মিয়া, জিয়াউর রহমান জিতু, লাখন মিয়া,গনি মিয়া, মুরাদুর রহমান খান, রাসেল আহমদ সবুজ, সাইফুল ইসলাম মুন্না, সুহেব মিয়া, আব্দুর রউফ, লিটন মিয়া, আমিনর রহমান সাজ্জাদ, নাজিম উদ্দিন প্রমুখ। সংস্থার সাধারন সম্পাদক রাসেল খান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা এপোলো হাসপাতালে রয়েছেন,অনুষ্টানে তাহার জন্য দোয়া চাওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য হাবিবুর রহমান মাছুম, নুরুল ইসলাম শিপু, কামরুল হোসেন সাহেব, রাশেদ আলী, সাব্বির আহমদ, মিনহাজুর রহমান, রুবেল খান, জুয়েল মিয়া, আব্দুল হালিম সোহাগ, সামাদুর রহমান খান, তৌকির আহমদ রাহি, শাহজাহান মিয়া, আব্দুল মুকিত, শিপলু মিয়া, মাহতাব মিয়া, সাহেদ মিয়া, শাহরিয়ার তারেক, বেলাল আহমদ, জিয়াউল হক এমদাদ, রুবেল খান, আব্দুল হামিদ শিবলু, জহিরুল হক ইমাদ, আব্দুস সামাদ, আরশ আলী, নুর আলম, শাওন মিয়া, আলী আহমদ, শফি খান, সাহান, সাকিল, ফয়সল, ওমি, নাহিদ, নুর মোহাম্মদ, ফাহিম, জাহের, রায়হান, আব্দর রহিম।