বিশ্বনাথে পাইপগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫ ইং, ৮:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১২১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে শিম গাছের নিচ থেকে পরিক্ত্যত অবস্থায় একটি পাইপগান ও একটি র্কাতুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় উপজেলার টুকেরকান্দি গ্রামের টেংরা-লালা বাজার সড়কের পাশের একটি শিম গাছের নিচ থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার টুকেরকান্দি এলাকার একটি সড়কে পাশে শিম গাছে নিচে অভিযান চালায়। এসময় প্রায় ঘন্টাব্যাপি শিম গাছের নিচের মাটি কুড়িয়ে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় পাইপগান ও সচল একটি র্কাতুজটি উদ্ধার করা হয়।
অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করেন।