বিশ্বনাথে প্রবাসীর বিরুদ্ধে গাছকর্তন- ঘর পুড়ানো অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৮:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৭১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে এক প্রভাবশালী যুক্তরাজ্য প্রবাসী আমির উদ্দিনের বিরুদ্ধে ঘর পুড়ানো, গ্রামবাসীর গাছ কর্তন, গ্রামবাসীকে মিথ্যা মামলা দায়েরের ভয়, মামলা দায়ের ও পুলিশ দিয়ে হয়রানী করা অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার লামাকাজী ইউনিয়নের হেকুরাগাঁও গ্রামে সংগঠিত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে গ্রামের দিলোয়ার হোসেনের ঘর (টিনের) পুড়িয়ে দেওয়ার অভিযোগে প্রবাসী আমির উদ্দিন লোকজনদের অভিযুক্ত করে গ্রামবাসী স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্থ দিলোয়ার দাবি করেন, ঘরটি প্রবাসী আমির আলী তাঁর সঙ্গিয় একই গ্রামের তোরাব আলী, সুরুজ আলী, আনছার আলী গংদের নিয়ে পুড়িয়েছে। এতে ঘরে থাকাল জায়গা-জমির দলিল, টাকা-পয়সা, আসবাবপত্র পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এছাড়া তিনি (আমির) আমার জায়গায় লাগানো আম ও বরই গাছ নিজের দাবি করে জোরপূর্বক কেটে নিয়েছেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সাথে প্রবাসী আমির উদ্দিনের বিরোধ চলে আসছে। তিনি (আমির) যখনই দেশে আসেন তখনই থানায় বা কোর্টে গ্রামবাসীকে অভিযুক্ত করে একটি মিথ্যা অভিযোগপত্র দায়ের করেন। গ্রেপ্তারের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রাম। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রবাসী আমির উদ্দিন মানুষের জায়গা-জমি দখল, গাছ-গাছালী কর্তন করে আনেন।
এলাকার মুরব্বী মনির উদ্দিন, ওয়াহাব আলী, হানিফ আলী, তৈমুছ আলী, লাল মিয়া, সমুজ আলী, কমরু মিয়া অভিযোগগুলোর সত্যতা স্বীকার করে বলেন, আর্থিক দিয়ে শক্তিশালী হওয়ায় আমির আলী গ্রামবাসীর উপর দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। ৪ গ্রামের মুরব্বীরা বার বার উদ্যোগ গ্রহন করেও বিষয়টি আপোষ মিমাংশায় শেষ করতে পারেননি।
গ্রামের সাইম উদ্দিন বলেন, ২০১১ সালে একটি মামলায় জেলের মধ্যে থাকার পরও আমির আলী তাঁর দায়ের করা নতুন একটি মামলা আমাকে আসামী করেছেন। অনেকে আবার প্রবাসে থাকার পরও প্রায়ই তাঁর (আমির) মামলায় আসামী হতেন।
এব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী আমির উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাঁকে পাওয়া যায়নি।