বিশ্বনাথে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫ ইং, ৭:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৬৯০ বার পঠিত
অসিত রঞ্জন দেব ও আবুল কাশেম::বিশ্বনাথ নানান আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে পালন করা হয় বঙ্গবন্ধুর জন্মদিন। এতে আয়োজন করা হয় নানান ধরনের ক্রীড়া প্রতিযোগীতা।
উপজেলা প্রশাসন ঃ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় কেক কেটে পালন করা হয় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও সিও সাদেক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, সাবেক সাধারণ সম্পাদক আছলম খান, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শিশুদের কেরাত ও হামনাথ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফিজ জুবায়ের আহমদ।
উপজেলা আওয়ামী লীগ ঃ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী ও পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আমির আলী। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাধারণ সম্পাদক আছলম খান, বর্তমান যুগ্ম সম্পাদক এ এইচ এম ফিরুজ আলী, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল। কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ঃ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, কৃষি সম্পাদক আবদুল মান্নান, আওয়ামী লীগ নেতা মাস্টার খলিলুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ। কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম।