বিশ্বনাথে বণিক সমিতির নির্বাচনের ভোট গ্রহন চলছে
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৫ ইং, ১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৪ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন::বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনের ভোট গ্রহন চলছে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষ হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে বলে নির্বাচন কমিশনার সূত্রে জানাযায়। এবারের বণিক কল্যাণ নির্বাচনে সভাপতি পদে ৫জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, অর্থ সম্পাদক পদে ২ জন, ১নং ওয়ার্ড কমিশনার পদে ৬জন, ৩নং ওয়ার্ড কমিশনার পদে ৪ প্রার্থী নির্বাচনে লড়ছেন।
এদিকে, সহ-সভাপতি পদে আব্দুর রুপ, সমাজ কল্যাণ সম্পাদক পদে ফখর উদ্দিন, ২নং ওয়ার্ড কমিশনার পদে আনোয়ার আলী তার নিটকতম প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১২১০জন। গত বুধবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ করা হয়।
সভাপতি পদে আরশ আলী মেম্বার (মই প্রতিক), মফিক মিয়া (চেয়ার প্রতিক), মনির হোসেন (ছাতা), মুক্তার আহমদ (চায়ের কাপ), হাবিবুর রহমান (নুনু মিয়া) (ঘড়ি প্রতিক), সাধারণ সম্পাদক পদে জয়নাল মিয়া (জাহাজ প্রতিক), মোঃ জয়নাল আবেদিন (টেবিল ফ্যান প্রতিক), নুরুল মিয়া (ফুটবল প্রতিক), অর্থ সম্পাদক পদে মো.সুহেল মিয়া (টিয়াপাখি), আকমল আলী (চশমা প্রতিক), ১নং ওয়ার্ড কমিশনার পদে দিলবর আলী (আম প্রতিক), সুহেল মিয়া (তালাচাবি প্রতিক), অজিত চন্দ্র দেব গোলাপ ফুল প্রতিক) সোমেল আহমদ (কলস প্রতিক), আবদুল মালিক (মাছ প্রতিক), আজাদ খান (আনারস প্রতিক)ম ৩নং ওয়ার্ড কমিশনার পদে হেলাল আহমদ (আনারস প্রতিক) শামিম আহমদ (কলস প্রতিক) আমির আলী (মাছ প্রতিক) মতছির আলী (আম প্রতিক) পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশানার আরশ আলী রেজা বলেন, সৃষ্টভাবে নির্বাচনের ভোট গ্রহন চলছে। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে গণনা শুরু হবে। শান্তিপূর্ণভাবে বণিক সমিতির নির্বাচন সফলের লক্ষে ব্যবসায়ীসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা রয়েছে বলে তিনি জানান।