বিশ্বনাথে বণিক সমিতির নির্বাচনের তারিখ পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৮:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৩ বার পঠিত
স্টাফ রির্পোটার::বিশ্বনাথ উপজেলা সদরের পুরানবাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববার নির্বাচন কমিশনার অফিস থেকে এমন বার্তা প্রার্থীদের মধ্যে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার আরশ আলী রেজা। তিনি ডেইলি বিশ্বনাথ ডটকম কে বলেন, আগামী ৭ মার্চ উপজেলা সদরের পুরান বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন এসএসসি পরীক্ষায় থাকায় প্রার্থীদের সাথে আলাপ-আলোচনা করে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামি ৯ মার্চ সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।