বিশ্বনাথে বিএনপির মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৬:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::কেন্দ্রিয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বনাথে বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগি সংগঠন। দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা মনির মিয়া, তাহিদ মিয়া চেয়ারম্যান, আবদুল কুদ্দুছ, আজাদ আলী, সিরাজ খান, জামাল উদ্দিন, আসাদুজ্জামান নুর আসাদ, ইকবাল হোসেন, আরব খান, মোতাহির আলী, মাহতাব উদ্দিন, চেরাগ আলী মেম্বার, হেলাল আহমদ মেম্বার, গণি শাহ, জালাল উদ্দিন,লুৎফুর রহমান, আবদুল করিম, ফজলু মিয়া,আকবর আলী, সিরাজ মিয়া, বিলাল মিয়া, কলমদর আলী, আকবর আলী, আলা উদ্দিন, আলখাছ মিয়া, লিটন, কয়েছ মিয়া, ফারুক মিয়া, আনসার আলী, আবদুল মালেক, শেরওয়ান, ছখা মিয়া, সুমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল,কাওছার আহমদ তুলাই, নুরুল মিয়া, গবিন্দ মালাকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, যুবদল নেতা বাবুল মিযা, আবদুর রব সরকার, শাহজাহান, আব্বাস আলী সুমন, আবদুল কাদির, আবদুল সালাম, আভদ্দুছ আলী, আইন উদ্দিন, কুদ্দুছ আলী, সুমন আহমদ, মঈনুল, রানা মিয়া, আবু বক্কর, সুমন মিয়া, রাসেল আহমদ, শিপন মিয়া, সাইদুর রহমান রাজু, শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন ইংরেজ, ওয়াহিদ আলী, রইছ আলীি, এনাম আহমদ, কয়েছ মিয়া, ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য মানিক মিয়া, সুমন আহমদ, সাঈদ আহমদ, সুহেল মিয়া, কিরণ বৈদ্য, মঈনুল ইসলাম, আবদুল মুমিন, এম সি কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ, এনাম, রাজু, আকরাম, আফজল, শেপু, মাছুম,রাসেল, জনি, ফাহিম, ফারভেজ প্রমূখ।