বিশ্বনাথে বেখারগাঁও গ্রামবাসির উদ্যোগে ওয়াজ মাহফিল ৩০ মার্চ
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ৮:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৭১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার বেখারগাঁও গ্রামবাসির উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল আগামি ৩০ মার্চ সোমবার বেলা ২টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা ফজলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা নুরুল ইসলাম। ওয়াজ পেশ করবেন, মাওলনা মুফতি লুকমান আহমদ, মাওলানা বাহার উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবদুল কুদ্দুছ খান, মো. ইসমাঈল হোসেন, হাফিজ মো.হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা নুরুল ইসলাম। উক্ত ওয়াজ মাহফিল উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দ।