বিশ্বনাথে মসব উদ্দিন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫ ইং, ১১:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১১০৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মাছুখালী বাজারের পূর্বের মাঠে শাপলা ক্রীড়া সংঘ নোয়াগাও আয়োজিত মসব উদ্দিন প্রথম ফুটবল টুর্ণামেন্ট‘র উদ্বোধনী খেলা রোববার বিকাল ৫ঘটিকায় অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও আবু কয়ছর এবং শওকত জামিলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব মসরফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রহিম,আলহাজ্ব জালাল উদ্দিন,মাষ্টার আজিজুর রহমান,প্রধান শিক্ষক আব্দুল হান্নান,আব্দুল গফুর,আবুল হুসেন মেম্বার,আব্দুর রশিদ,আব্দুল মনাফ,শরিয়ত আলী,সাংবাদিক ও ক্লাব উপদেষ্টা রোহেল উদ্দিন, ক্লাব সহ সভাপতি ইমাম উদ্দিন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন দিলু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন মজম্মিল আলী,শরিফ উদ্দিন,আফরোজ আলী,মানিক মিয়া,আব্দুল হক,আইয়ুব আলী,নাসির উদ্দিন,ছামির খান,জাহির আলী, রানু রাল দাশ,নুর উদ্দিন, আলাউদ্দিন,আব্দুল কদ্দুছ, বাহা উদ্দিন জিয়া,রজব আলী। প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ ও ক্রেস্ট প্রধান করেন শাপলা ক্রীড়া সংঘের সদস্য বৃন্দ।উদ্বোধনী ম্যাচে শাপলা ক্রীড়া সংঘ বনাম রামধানা যুবসংঘের মধ্যে উদ্বোধণী খেলা অনুষ্টিত হয়।