বিশ্বনাথে যুক্তরাজ্য যুবলীগ নেতা জেপি সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৫ ইং, ৬:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুক্তরাজ্য ক্রয়ডন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জেপি কে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে যুক্তরাজ্য থেকে সিলেট একটি বিমানে আন্তজার্তিক বিমান বন্দরে আসলে যুক্তরাজ্য যুবলীগ নেতা কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। দুপুর সাড়ে ১২টায় যুক্তরাজ্য যুবলীগ নেতার নিজ বাড়িতে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রবাসী আহমদ আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ছয়ফুল হক, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য ক্রয়ডন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জেপি।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মাহবুর রহমান লিলু, খোয়াজ আলী, প্রবাসী লিটন আহমদ, যুবলীগ নেতা সানুর আলী জয়দু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবদুল মালিক সুমন, ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, রুহেল খান, অপূর্ব দাস, সঞ্জল বৈদ্য, ফয়েজ আহমদ, নজমুল হক, শহিদ মিয়া, সাইদুল ইসলাম, সুমেদ ধর, এমরানুল হক, আখতার আহমদ প্রমূখ।