বিশ্বনাথে লঞ্চঘাট দখলের পায়তারা অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে লঞ্চঘাট দখলের পায়তারা চলছে। বাঁশের ব্যবসা বসিয়ে লঞ্চঘাট দখল করা হবে এমন অভিযোগ এনে বুধবার এলাকার ৩৯ জন সাক্ষরিত একটি অভিযোগ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুহেল আহমদ চৌধুরী বরাবরে করা হয়েছে।
অভিযোগে প্রকাশ : ফরমান খান বে-আইনীভাবে লঞ্চঘাটে বাঁশের ব্যবসা বসিয়ে দখলের পায়তারায় লিপ্ত রয়েছেন। যে কোন সময় সরকারী লঞ্চঘাটে ঘর নির্মাণ করে স্থায়ীভাবে দখল করা হবে। একই ব্যক্তি জগন্নাথপুর রোডের ইউনিয়ন অফিসের সামনে মেইন রোডের উপর (ট্রানিং এর মধ্যে) টং দোকান বসিয়ে দোকান কোঠার ভাড়া নিয়ে অবৈধ্য ব্যবসা করছেন। এসব দোকানের ফলে প্রতিনিয়ত সড়কে যানজটের সৃষ্ঠি হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিয়টি দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক কে বলা হয়েছে।