বিশ্বনাথে শিক্ষকতা জীবন থেকে নিলেন তাজুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার : নিজে কেঁদে এবং হাজারো শিক্ষার্থীদের কাঁদিয়ে বিদায় নিলেন বিশ্বনাথ উপজেলার জমির আহমদ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক তাজুল ইসলাম। দীর্ঘ পঁচিশ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি ঠানলেন গত ২৪ মার্চ বিদ্যালয়ে অনুষ্টিত বিদায়ী অনুষ্টানের মাধ্যমে।
বক্তব্য কালে তিনি জীবনের অনেক স্মৃতি তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে। শিক্ষক জীবনের সমাপ্তি ঠানলেও বিদ্যালয়ের স্মৃতিগুলো কখনো তিনি ভূলতে পারবেন না বলেও জানালেন। তার হাতে গড়া অসংখ্য ছাত্র/ছাত্রী দেশে কিংবা দেশের বাহিরে অবস্থান করছে। সবার স্মৃতি স্বরণ করেই তিনি জীবনের বাকিটা সময় কাঠিয়ে দেবেন এবং যারা এ বিদায়ী অনুষ্টানের আয়োজন করেছে তাদের প্রতি ধন্যবাদ ঙ্গাপন করেন তিনি।
বিদায়ী অনুষ্টানে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় তার হাতে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে ও সাবেক ছাত্র আব্দুর রকিব, মোতাফ্ফর আহমদ জামাল,এবং রুয়েল মিয়ার যৌথ পরিচালনায় বিদায়ী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গির আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম , প্রধান শিক্ষক নাজির হোসেন ,অজিত চন্দ্র দেব প্রমূখ।