বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে বৃহত্তর এডুকেশন ট্রাস্টের শিক্ষা সামগ্রী ও কম্পিউটার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৫ ইং, ৬:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৭ বার পঠিত
বিশ্বনাথের হাবড়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে খাতা, কলম ও বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠক বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে। বুধবার আনুষ্ঠানিকভাবে ওই ট্রাস্ট এগুলো বিতরণ করে। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
হাবড়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি আশরাফুল ইসলাম খান সুহেল। শিক্ষক নাজিমউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখে ট্রাস্টের ট্রাষ্ঠি মো. মিছবাউদ্দিন, আলমগীর হোসেন, শিক্ষানুরাগী আজির হোসেন, আব্দুল মুকিত। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাবড়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেরুজামান, লিয়াকত আলী, আবুল হোসেন, আজির হোসেন, বিভাংশু গুণ বিভু, সিরাজুল ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মিজানুর রশীদ।