বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৭:১১ অপরাহ্ণ | সংবাদটি ৬৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথের পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন কদ্দুছ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোশাহিদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, জেলা তরুণলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন বাবুল, দশপাইকা এ.ইউ আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, বিশিষ্ট শিক্ষানুরাগী নূরুল ইসলাম, মনির মিয়া, সংগঠক হোসাইন আহমদ শাহিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র সরকার। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর আলী, সংগঠক কমর উদ্দিন, আব্দুল মালিক, গৌছ আলী, তেরাব আলী, মনসব আলী প্রমূখ।