বিশ্বনাথে সংবর্ধিত হলেন কাউন্সিলর এমএ হারিদ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৫ ইং, ১১:১৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৮৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে সংবর্ধিত হলেন যুক্তরাজ্যের কার্লাইল্স সিটি কাউন্সিলের দুই দুইবারের কাউন্সিলর এম.এ হারিদ। রোববার বিকেলে অলংকারী ইউনিয়নের পশ্চিম তালিবপুরস্থ তার গ্রামের বাড়িতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দওেয়া হয়।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের প্রবাসীরা মুক্তিযুদ্ধকালীন সময়ে আর্থিক সহযোগীতাসহ সকল প্রকার সহযোগীতা করেছেন। স্বাধীনতার ৪৩ বছর পর এখনও আমাদের প্রবাসীরা এলাকার উন্নয়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছেন। তাই নিজ নিজ এলাকার প্রবাসীদের সম্মানে আমাদের সকলের এগিয়ে আসা উচিত এবং প্রবাসীদের যতার্থ সম্মান দেখানো প্রয়োজন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ওয়াহিদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ আলী সুহেল উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের কার্লাইল্স সিটি কাউন্সিলর এম.এ হারিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, কামাল বাজার আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ একেএম মনোওর আলী, শিক্ষানুরাগী মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা ভোরহান উদ্দিন, মুক্তিযদ্ধা ছৈইফ উল্লাহ ও সিএ সাদেক আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীন মুরব্বি হাজী জাবেদ আলী, ছৈদুর রহমান, হাজী ইর্শ্বাদ আলী, হাজী সমুজ মিয়া, সমাজসেবক ইলাছ মিয়া, আলহাজ্ব ছমরু মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ত্রান ও পুনর্বাসন কামন্ডার মহব্বত আলী, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, সংগঠক লায়েছ আহমদ, কয়েছ মিয়া।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরিবতা পালন করা হয় এবং সভা শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।