বিশ্বনাথে সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৮:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ থানা পুলিশ মঙ্গলবার রাত ৮টায় এক বছরের সাঁজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। তার নাম ইদ্রিছ আলী (৩৭)। সে উপজেলার উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্রিশ গ্রামের জহির উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে এক বছরের সাঁজাপ্রাপ্ত আসামির নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃত সাঁজাপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে পুলিশ জানায়। থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন সাঁজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।