বিশ্বনাথে সামাজিক সুরক্ষা দলের সভা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৩:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে এ্যাডভান্সমেন্ট এন্ড প্রমোটি ওমেন্স রাইস প্রকল্পের আওতায় নারী সহিংসতা ও শিশু বাল্য বিবাহ প্রতিরোধে বিশ্বনাথ ইউনিয়ন সামাজিক সুরক্ষা দলের সভা মঙ্গলবার বেলা ২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ও সুরক্ষা দলের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী মাহমুদা বেগম, ইউপি সচিব বিজিত রঞ্জন সরকার, সামাজিক সুরক্ষা দলের সদস্য নিহার রঞ্জন চক্রবর্তি, মোহাম্মদ আলী শিপন, মল্লিক মিয়া, নেহারা বেগম, নুরুন নেহার ইয়াছমিন, আছারুন বেগম, কাপ্তান মিয়া, আনহার আলী, হৈমুন্তী শুক্লানাথ, নিক্সন দেব প্রতীপ প্রমূখ।