বিশ্বনাথে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ১২:৪৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৭০৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও নিরবতা পালনের মাধ্যমে উপজেলার প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনতা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করতে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, বিশ্বনাথ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।