বিশ্বনাথে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সন্ধানী মেডিকেল হলের ফ্রি চিকিৎসা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ১২:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সন্ধানী মেডিকেল হলের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্রি চিকিৎসা ক্যাম্প উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বিপবন সরকারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে অনুষ্ঠিত হয়।
মাষ্টার আলতাবুর রহমানের সভাপতিত্বে ও সন্ধানী মেডিকেল হলের পরিচালক আবু ছালে মো.নাসেরের পরিচালনায় চিকিৎসা ক্যাম্প পূর্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দ্বিপবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, শহিদুল্লাহ সরকার, অপসোনিয়ন র্ফামাসিউটিকেল এর রিপ্রেজেন্টেটিব নজরুল ইসলাম, সান ফার্মার আবদুল কাদির, ইনসেপ্টার মুহিত লাল কর, সংগঠক শামিম আহমদ, সালেহ আহমদ প্রমূখ।
দিনব্যাপি অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইয়াছিন আরাফাত। ফ্রি ক্যাম্প এলাকার শতাধিক গরীব-দুঃস্থ মানুষকে চিকিৎসা প্রদান করা হয়।