বিশ্বনাথে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ৪:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩০০ বার পঠিত
নিউজ ডেক্স::বিশ্বনাথে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ টি.এন্ড.টি রোডের নোয়াব আলীর কারখানার সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাজী নোয়াব আলীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টি যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য এস.এম আরশ আলী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আরমান শাহ।
বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সেবুল মিয়া, হেলাল আহমদ রাজা, বাবুল মিয়া, বাদশা মিয়া, সোনাফর আলী, গৌছ আলী, এনামুল হক,উপজেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক এস.এম শামিম আহমদ, যুগ্ম-আহবায়ক ছাদেক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা ছুরাব আলী, মোক্তাদির আলী, আলী হোসেন, মতিন মিয়া, চেরাগ আলী, হারিছ আলী, আবদুল হক, আবদুল মালিক, জুনাব আলী, মানিক মিয়া, তাহির আলী, ইব্রাহিম আলী প্রমূখ।