বিশ্বনাথে ৪৭০জন চোখের রোগীকে গ্রেটারের চিকিৎসা সেবা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ১০:৩৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৫৫ বার পঠিত
নিউজ ডেক্স::বিশ্বনাথ উপজেলার ভূরকীতে ৪৭০জন চোখের রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে। সোমবার দিনব্যাপী ৭ম চক্ষু শিবিরের ৪র্থ ক্যাম্পে ৩০ জন রোগীর অপারেশন, ২১০ জনকে চশমা, ২৩০ জনকে ঔষধ প্রদান সহ মোট ৪৭০ জন রোগীকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। ভূরকী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র প্রতিষ্ঠাতা সভাপতি হিরন মিয়ার সভাপতিত্বে ও সাবেক প্রচার সম্পাদক ফয়ছল আহমদ এর পরিচালনায় আয়োজিত চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি দৌলত খাঁন বাবুল। মোহাম্মদ সমুজ আলী এবং মোহাম্মদ মাহবুবুল আলমের অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মহি উদ্দিন, গ্রেটার ইউকে’র বাংলাদেশ কমিটির সাবেক সভাপতি ডা. শাহনুর হোসাইন, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী আব্দুর রউফ, জসিম উদ্দিন, হাজী শফিক মিয়া, সাবেক সহ সভাপতি হাজী শামসুদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন পংকী। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনামুল হক এনাম মেম্বার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন, দিলওয়ার হোসেন, মো.তাজ উদ্দিন, আসক আলী, আছমত আলী প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান পূর্ব চক্ষু শিবির অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায়দের সাহায্যে এগিয়ে আসা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজ থেকে পিছিয়ে পড়া অবহেলিতদের কল্যাণে কাজ করতে প্রবাসীরা আগ্রহী রয়েছেন। বিভিন্ন ঝামেলা পোহাতে হয় যার দরুন দেশের বর্তমান পরিস্থিতিতে প্রবাসীরা দেশে আসতে অনিচ্ছা প্রকাশ করছেন। তবে সুন্দর পরিবেশ সৃষ্ঠি হলে দেশ ও মানুষের উন্নয়নে সর্বদা প্রবাসীদের প্রচেষ্ঠা আরো জাগ্রত হবে বলে মনে করেন প্রবাসী নেতৃবৃন্দ।