বিশ্বনাথ এইড ইউকে’র উদ্যোগে বিবাহ সহায়তা, টিবওয়েল ও ঢেউটিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫ ইং, ১০:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৩ বার পঠিত
জামাল মিয়া ও আবুল কাশেম:: বিশ্বনাথ এইড ইউ.কে’র উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় দরিদ্র ও অসহায় লোকদের মধ্যে বিবাহ সহায়তা, টিবওয়েল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বনাথ এইড ইউ.কে’র সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র ট্রেজারার মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. এম মাহবুব আলী জহির বলেন, দুঃখী মানুষের মুখে শুধু হাসি ফুটানোই নয় তাদেরকে স্বাবলম্বী করাই হচ্ছে এইড এর কাজ। বিশ্বনাথ এইড ইউ.কে মানব কল্যাণে যে কাজ করছে তা প্রসংসার দাবি রাখে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, পাক্ষিক বিশ্বনাথবার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল। বক্তব্য রাখেন এইড এর আজীবন সদস্য সানুর মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, ব্যবসায়ী আব্দুন নুর, সংগঠক জায়েদ আলী, শামিমুর রহমান রাসেল প্রমূখ।