বিশ্বনাথ ছাত্রদলের আহবায়ক সুমনকে গ্রেফতারের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ৭:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন কে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
নিন্দা কারীরা হলেন-সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, তারেক আহমদ খজির, মানিক আহমদ, সুমন আহমদ, রহিম মিয়া, মোহাম্মদ আলী।
নেতৃবৃন্দ এক বিবৃতি বলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অভিলম্ভে ছাত্রদলের আহবায়ক সুমনের মুক্তি দাবি করেন।