বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে অনন্য অবদান রাখছে
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৫ ইং, ৩:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৭২ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, পড়াশুনায় মনযোগী হতে হবে। অচেনা কে চেনা, অজানাকে জানার জন্য চেষ্ঠা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ভাল ছাত্র হতে হলে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার পাশাপাশি পড়ালেখায় মনযোগ বেশী করে দিতে হবে। জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসে বসে যারা শিক্ষা নিয়ে চিন্তা করে আজ বৃত্তি দিচ্ছেন এটা মহতি কাজ। একাজকে আরো গতিশীল করতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সবাইকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করলে বিশ্বনাথের শিক্ষার চিত্র আরো এগিয়ে যাবে। বৃহস্পতিবার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ও স্থানীয় উপদেষ্ঠা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ১৬ তম বৃত্তি প্রদান ও বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রীও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি কথা বলেন।
স্থানীয় রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ মো. আব্দুল বারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রেজারার মো. মিছবাউদ্দিন, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তজম্মুল আলী, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালালউদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহবুব আলম, ট্রাস্টের ট্রাষ্ঠি আব্দুল আজিজ নুনু, কবির মিয়া, উস্তার আলী, আব্দুল ওয়াহিদ, উত্তর বিশ্বনাথ আমজল উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি সোহেল খান, মো. আলমগীর হোসেন, ট্রাস্টের সুবিধাভোগি, লিডিং ইউনির্ভাসিটির ছাত্রী জান্নাতুল হামিদা প্রিয়াংকা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলী হায়দার ও গীতা পাঠ করেন শ্রাবণী রানী দাশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, নূরউদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।