বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিদের সাথে প্রেসক্লাবের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৫ ইং, ১০:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৪১ বার পঠিত
অসিত রঞ্জন দেব ও জামাল মিয়া ::বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সম্মানীত ট্রাষ্টীদের সাথে রবিবার বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ পুরানবাজারস্থ প্রেসক্লাবের কার্যালয়ে সভা সন্ধ্যে সাড়ে ৬টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টায় শেষ হয়।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বিশ্ব নারী দিবসে বিশ্বনাথের নারী শিক্ষার উন্নয়নে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাষ্ঠি বৃন্দের কাছে বিশ্বনাথবাসির পক্ষ থেকে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন। সভায় বক্তারা বলেছেন, সময়ের দাবী বিশ্বনাথে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে মহিলা কলেজ প্রতিষ্ঠা করে নারী শিক্ষাকে এগিয়ে নিতে অগ্রণী ভুমিকা পালন করবে এবং দৃষ্ঠান্ত স্থাপন করবে বলে বিশ্বনাথবাসি আশাবাদি।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রেজারার মো. মিছবা উদ্দিন বলেছেন, একজন শিক্ষিত মা হলে পুরো পরিবার শিক্ষিত হবে। শিক্ষার মূল ভিত্তি হচ্ছে মা। তিনি বলেন, সময়ের দাবী বিশ্বনাথে মহিলা কজেল প্রতিষ্ঠা করা। বিশ্বনাথ প্রেসক্লাব যে দাবী করেছে সত্যি মহৎ ও যুক্তিসংগত এবং সময়ের দাবী। । এদাবী পূরণে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র কার্যকরী কমিটির বৈঠকে জোরালোভাবে দাবীর কথা তুলে ধরা হবে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাষ্ঠি মো. আব্দুল আজিজ নুনু মিয়া, মো. নেছার আলী, মো. আজহার আলী, মো. মনোহর আলী, স্থানীয় উপদেষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, সদস্য নুরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাষ্টিবৃন্দ মতবিনিময় সভায় নিজের আগ্রহ প্রকাশ করে বলেন, বিশ্বনাথে মহিলা কলেজে না থাকায় নারী শিক্ষা পিছিয়ে রয়েছে। গুরুত্ব বিবেচনা করে মহিলা কলেজ উপজেলা শহরে এডুকেশন ট্রাস্ট ইউকে বিশ্বনাথের প্রবাসীদের নিয়ে মহিলা কলেজ প্রতিষ্ঠা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।