বিয়ানীবাজারের মুড়িয়ায় ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৮১ বার পঠিত
নিউজ ডেক্স:: বিয়ানীবাজারে একই স্থানে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ষাটশালা এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য জানানো হয়। বিয়ানীবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ জুবের আহমদ কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী মঙ্গলবার একই স্থানে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।