বুধবার চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন আ.ন.ম. শফিক
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ৬:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৯০ বার পঠিত
নিউজ ডেক্স:: আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লিভার সিরোসিসে আক্রান্ত আ.ন.ম. শফিকুল হক চিকিৎসার জন্য আগামী বুধবার ভারত যাচ্ছেন। সেখানে একটি হাসপাতালে তাঁর লিভারে অস্ত্রোপচার করা হবে।
আ.ন.ম. শফিকুল হক দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর তাঁর আত্মীয়স্বজন এবং রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকেও তাকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তার চিকিৎসায় অর্ধকোটি টাকার বেশি ব্যয় হবে। আগামী মঙ্গলবার তিনি সিলেট থেকে ঢাকা যাবেন এবং বুধবার জেট এয়ারওয়েজযোগে ঢাকা থেকে দিল্লি পৌঁছাবেন।
দিল্লি থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে মেডান্টা দি মেডিসিটি মেডিক্যাল ইনস্টিটিউটে অন্তত মাস খানেক চিকিৎসা নেবেন। সেখানে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (নতুন লিভার প্রতিস্থাপন) করা হবে। স্ত্রী, জামাতা ও দুই ভাতিজা তার সঙ্গে যাচ্ছেন। তিনি তার জন্য দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।