বৃষ্টি হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫ ইং, ১০:৩২ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৮৪ বার পঠিত
জামাল মিয়া ও আবুল কাশেম::বিশ্বনাথে শনিবার ভোর বেলায় গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় বোরো চাষি কৃষকের মূখে হাসির ঝিলিক লক্ষ করা গেছে। বৃষ্টির ফলে প্রকৃতিতে এসেছে নির্মম স্নিগ্ধতা। চারিদিকে সবুজের সমারোহ ঘটেছে। রোপা বোরো ফসলের ক্ষেতে চারা রোপনের পর পরই প্রাকৃতিক বৃষ্টির ছোঁয়া লাগায় নাইট্রেজেনের ঘাটতি পূরণ হয়েছে। যদি আরোও বৃষ্টি হয় উপজেলায় বোরো ফসলের বাম্পার সম্ভাবনা দেখা দিয়েছে। এমটাই জানিয়েছেন উপজেলার কয়েকজন কৃষক।
এদিকে, শুক্রবার বাদ জুম্মা বৃষ্টির জন্য উপজেলা বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানাগেছে, বৃষ্টিতে স্নিগ্ধতা ফিরে এসেছে। কোন প্রাকৃতিক দূযোগ না হলে উপজেলার বোরো ফসলের বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে। এবারে প্রকৃতি বোরো চাষে অনুকুল পরিবেশ সৃষ্টি হয়েছে। তার প্রমাণ হিসেবে গুড়িগুড়ি বৃষ্টিপাতকে আর্শিবাদ হিসেবে দেখছেন কৃষকরা।
উপজেলার কয়েকজন কৃষক জানান, শনিবার ভোর বেলায় গুঁড়ি গুঁিড় বৃষ্টি হওয়ায় কিছুটাই হলে বোরো জমি অনেক লাভ হয়েছে। তবে তুলনামূলকভাবে বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি হওয়ায় বোরো ফসলের অনেক উপকার হয়েছে। এভাবে যদি আরোও দুই একদিন বৃষ্টি হত তাহলে পানি না পাওয়া জমিগুলোতে রোপনকৃত চারাগুলোর অনেক লাভবান হত।
তারা জানান, উপজেলার বিভিন্ন নদ-নদী পানি থাকায় বোরো জমি ফেটে চৌচির হচ্ছে। তবে কিছু বৃষ্টি হওয়ায় তা কিছুটা কেটে উঠছে। সঠিকমত জমিতে পানি না দিতে পারলে চারা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। তবে এবছর প্রাকৃতিক দূযোগ না ঘটলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা সরকারের কাছে উপজেলার নদ-নদী-খাল-বিল ও হাওরগুলো খনন করার জোর দাবি জানান।
উপজেলার কারিকোনা গ্রামের কৃষক জহুর আলী বলেন, সামান্য বৃষ্টি হয়েছে। এতে বোরো জমির অনেক লাভ হয়েছে। এলাকার কৃষকরা বৃষ্টির জন্য হাহাকার করছিলেন। আরও বৃষ্টি হলে বোরো ফলন ভাল হবে।