ভাইয়ের হাতে ভাই খুন : আটক ২
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ৬:২১ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৫ বার পঠিত
নিউজ ডেক্স:: হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই হারুন মিয়া (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের ছোট দুই ভাই এলাইছ মিয়া (২৮) ও তোফাজ্জল হোসেনকে (৩০) আটক করেছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া ওই গ্রামের আঞ্জব আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, গ্রামের আঞ্জব আলীর ছেলে হারুন মিয়ার সঙ্গে বাড়ির জমি নিয়ে তার ছোট দুই ভাই এলাইছ মিয়া ও তোফাজ্জল হোসেনের বিরোধ ছিল।
এর জের ধরে মঙ্গলবার বিকেলে ছোট দুই ভাই হারুন মিয়াকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় হারুনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।