ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ৫:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৭১১ বার পঠিত
নিউজ ডেক্স::গতবারের চ্যাম্পিয়ন ভারত এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিলো। সিডনিতে একাদশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৩২৯ রানের জবাবে তারা অলআউট হয়ে গেলো ২৩৩ রানে। টানা সাত খেলায় জিতে খেই হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৪৬.৫ ওভারে তারা এ আসরে প্রথমবারের মতো অলআউট হলো। ২ রানের ব্যবধানে তারা হারায় শেষ চার উইকেট।
৪৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৯উইকেটে ২৩২ রান। আজিঙ্কা রাহানে আর মহেন্দ্র সিং ধোনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ৬৮ বলে ৪৪ রান করে স্টার্কের শিকার হয়ে ফিরে গেছেন রাহানে। এরপর ধোনি সর্বোচ্চ ৬৫ রান করে রান আউট হন। এরপর ৪৬তম ওভারে ২ বলে দুইজনকে আউট করে ফকনার ভারতের সব প্রতিরোধ ভেঙ্গে দেন। শিখর ধাওয়ান ৪০ বলে ৪৫ ও বিরাট কোহলি ১৩ বলে ১ রানে ফিরেছেন। উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ৩৪ রানে ফেরার পর সুরেশ রায়না ফিরেছেন মাত্র ৭ রানে।
এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট নিয়ে শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিল অসিরা। দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৭ বলে ব্যক্তিগত ১৪ রানে ফেরেন উমেশ যাদবের বলে। তবে দ্বিতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও অ্যারোন ফিঞ্চের ১৮২ রানের জুটিতে বড় সংগ্রহরে পথ দেখে অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথ ৯৩ বলে ১০৫ রানে (চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি) ফেরার পর হঠাৎ ছন্দপতন হয় অস্ট্রেলিয়ার ইনিংসে। ২ উইকেটে তারা ২৩২ রান তুলে ফেলেছিল। কিন্তু মাত্র ২ রানের ব্যাবধানে তারা আরও দুই উইকেট হারায়। ৩৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩৪ রান। অ্যারোন ফিঞ্চ ১১৬ বলে ৮১ রানে ফেরন। আর গ্লেন ম্যাক্সওয়েল ১৪ বলে করেন ২৩ রান। এক সময় মনে হচ্ছিল ৩০০ রান পার হবে না। কিন্তু জেমস ফকনার ও মিচেল জনসনের ঝড়ো ব্যাটিংয়ে তারা শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩২৮ রান। ফকনার ১ ছক্কা ও ৩ চারে ১২ বলে ২১ এবং জনসন ১ ছক্কা ও ৪ চারে ৯ বলে করেন ২৭ রান।
প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আরেক স্বাগতিক দেশ নিউজিল্যান্ড। ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেটে গ্রাউন্ডের ফাইনালে আজকের জয়ী দল তাদের মুখোমুখি হবে। সিডনিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও হানা দেয়নি। তবে এ মাঠের বর্তমান পিচকে ভারতের ‘চেন্নাইয়ের পিচ’ বলে অভিহিত করেছেন অসি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়া একাদশ:
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জশ হাজেলউড।
ভারত একাদশ:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও উমেশ যাদব।