মানুষের কল্যাণ করাই আওয়ামী লীগ সরকারের প্রধান কাজ—-শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ১০:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৭১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণ করাই আওয়ামী লীগে সরকারের প্রধান কাজ। যখই আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তখনই পরবির্তন হয়েছে এদেশের দরিদ্র মানুষের ভাগ্যের। মানুষের সম্পদ লুটপাঠ করে খাওয়ায় খালেদা-তারেকসহ সকল দুর্নীতিবাজ ও ৭১’র যুদ্ধাপরাধীদের বিচার এদেশের মাটিতে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলেই সম্পন্ন হবে। তিনি আরো বলেন, ভিশন-২১ বাস্তবায়নের অংশ হিসেবে ধারাবাহিক ভাবে দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ-এর আলো পৌঁছে দেওয়া হবে। টানা হরতাল-অবরোধ আহবান করে ও জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে সরকারের উন্নয়ন কর্মকান্ড কোন ভাবে বাঁধাগ্রস্থ করতে পারবেনা বিএনপি-জামায়াত চক্র।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রায় ৬৭ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে উপজেলার রামপাশা ইউনিয়নের ৯টি গ্রামে (রহমাননগর, দক্ষিণ শ্রীপুর, কাটলীপাড়া, আজিজনগর, মাখরগাঁও, জমসেরপুর, রামপাশা, ধলীপাড়া ও পালেরচক) বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক ও ছাত্রলীগ নেতা কাওছার আহমদেও যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম (অতিরিক্ত) হানুরুর রশীদ, আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মকদ্দুছ আলী।
এসময় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান লিলু, আনোয়ার মাহমুদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুর রহমান দুলু, সেলিম উদ্দিন, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ, সাধারণ সম্পাদক আবদুল মুকিদ সুমন প্রমুখ নেতৃবৃন্দ।