মারধর করে শ্বশুরের টাকা ছিনতাই,জামাইসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ৬:২১ অপরাহ্ণ | সংবাদটি ৭৪২ বার পঠিত
নিউজ ডেক্স::সুনামগঞ্জ জেলার তাহিরপুরে মারধর করে শ্বশুরকে আহত করে টাকা ছিনতাই করেছে মেয়ে জামাই ও তার লোকজন। এঘটনায় মেয়ের জামাইসহ ২জনকে আটক করেছে পুলিশ। আর আহত শ্বশুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটককৃত মেয়ের জামাইয়ের নাম-জানু মিয়া(৩০) ও তার সহযোগী বিল্লাল মিয়া(৩৫)। আহত শ্বশুরের নাম-শফিক মিয়া।
এঘটনায় শ্বশুর বাদী হয়ে শুক্রবার সকাল ১০টায় থানায় মামলা নং-১৭ দায়েরর করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়,গত বৃহস্পতিবার রাত ৯টায় শফিক মিয়া ব্যবসায়ীক কাজ শেষে বাদাঘাট বাজার থেকে কাউকান্দি গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে পূর্ব বিরোধের জের ধরে মেয়ের জামাই জানু মিয়া ও তার লোকজন পথ আটক করে মারধর করে গুরুতর আহত করে ১লক্ষ ৫হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় শ্বশুরের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এঘটনায় রাত ১টায় অভিযান চালিয়ে মেয়ের জামাই জানু মিয়া ও তার সহযোগীকে বিল্লাল মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। তাহিরপুর থানার ওসি শহিল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জামাই কর্তৃক শ্বশুরকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।