মুক্তিযুদ্ধের ইতিহাসের শিক্ষা অর্জন করতে হবে–এমপি ইয়াহ্ইয়া
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ৭:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৮২১ বার পঠিত
সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ২৬ মার্চ জাতির আত্মপরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভাঙার দিন। স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা জানাই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সিলেটের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীসহ সকল মুক্তিযোদ্ধাদের। যাঁদের নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করেছে প্রিয় স্বাধীনতা। শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকেও। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ত্রিশ লাখ শহিদ এবং দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনকে, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে কাঙ্কিত বিজয়। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় বড় করতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের সকল ইতিহাসের শিক্ষা দিতে হবে।
ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, আজকের এই দিনে গোয়ালাবাজর মহিলা ডিগ্রি কলেজের জন্য রয়েছে বিশেষ পুরস্কার-তাহল মহিলা কলেজের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে একটি ৪ তলা ফান্ডেশনের নতুন ভবন মন্ত্রণালয় থেকে অনুমোদন করা হয়েছে। খুব শীঘ্রই ওই ভবনের কাজ শুরু করা হবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্থ করেন। তিনি ২৬ শে মার্চ বৃহস্পতিবার দুপুরে গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজে ২৬ শে মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক ইব্রাহিম কয়েস ও রুহুল আমিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী নূরুর রহমান, আলাউর রহমান আলা, আব্দুল মতিন চৌধুরী, ওসমানীনগর থানার ওসি মো. মুরসালিন।
অন্যানের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক নিশেন্দু পৌদ্দার, ক্রিপা সিন্দু দেব, মুজআম্মেল হক মৃদা, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুমিন, জাপা নেতা সৈয়দুল ইসলাম সৈয়দ, তাজিদ বকস্ লিমন, আশিক মিয়া, নূরুল ছাদিক, জাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি