রাজনীতির নামে মানুষকে পুড়িয়ে মারা কোন সভ্য জাতির কাজ নয়
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫ ইং, ৭:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৯ বার পঠিত
শিপন আহমদ, ওসমানীনগর::বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন রাজনৈতিক মতাদর্শ থাকাতে পারে তাই বলে রাজনীতির নামে সাধারণ মানুষকে পুড়িয়া মারা কোন সভ্য জাতী ও সমাজ সমর্থন করে না। আমাদের দেশ এখন স্বয়ং সম্পন্ন হয়ে উঠেছে। তাই দেশের টাকাই পদ্মা সেতুর মতো বড় সেতু নির্মাণ করা সম্বব হচ্ছে। এখন আর বিদেশীদের হাতের দিকে থাকাতে হয় না। নির্বাচনে না এসে ২০ দলীয় জোট স্বাধীন দেশের গনতন্ত্রকে বাধাগ্রস্থ করেছে। হরতাল অবরোধের নামে গত দুই মাসে তারা দেশের প্রায় দেড় হাজার কোটি টাকা লোকসান করেছে। রাজনীতির নামে সহিংসতা সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিয়েছে। তিনি বুধবার ওসমানীনগর উপজেলার খাদিমপুর নছিব উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরোও বলেন,প্রবাসীরা এদেশের অন্যতম চালিকা শক্তি। দেশের টানে প্রবাসী আমাদের শিক্ষা ক্ষেত্রসহ নানামুখি উন্নয়ন মূলক কর্মকান্ডে ভূমিকা রেখে যাচ্ছেন। তাই প্রবাসী প্রশংসার দাবিদার। বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার প্রবাসীদের মতো সারাদেশের প্রবাসীরা যদি এভাবে সংঘবদ্ধ সংগঠনের মাধ্যমে দেশের জন্য কাজ করে তাহলে আমাদের এ দেশ শিগ্রই উন্নত দেশে পরিণত হয়ে উঠবে।
ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ও যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য শাহ আজিজুর রহমান, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি হারুন উর রশিদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান,এডিশনাল এসপি রওশনুজ্জামান। বক্তব্য রাখেন মাও: ছরওয়ারে জাহান,আব্দুল মুকিদ আজদ,উমরপুর ইউ/পি চেয়ারম্যান ফারুক আহমদ, বুরুঙ্গা ইউ/পি চেয়ারম্যান মকদ্দুছ আলী, গোয়ালা বাজার ইউ/পি চেয়ারম্যান আতাউর রহমান মানিক,অধ্যাপক মাহমুদ মিয়া। উপস্থিত ছিলেন ট্রাস্টি আব্দুল কদ্দুছ শেখ, মকবুল আলী, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোমান মিয়া, ট্রাস্টি আয়াছ মিয়া, শওকত আহমদ সায়মন,কবির উদ্দিন, আব্দাল মিয়া, আনা মিয়া,সৈয়দ আকামত আলী রুবেল, কাজি হেলাল, আব্দুল মতিন মছব্বি, শেখ নুরুল ইসলাম জিতু, জেলা জাতীয় পাটির সাবেক সভাপতি এড. গিয়াস উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সৈয়দ আবুল কাশেম মন্টু,সাবেক সহ সভাপতি সুফি মাহমুদ,উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মো: আশিক মিয়া, ওসমানীনগর আর্দশ সমিতির সভাপতি নুরুল হক, সাদিকুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, জয়নাল আবেদীন, আতিকুর রহমান লেবু, সাংবাদিক ফখরুল ইসলাম,হুমায়ুন রশিদ চৌধুরী, এফ এম আলী ফয়েজ, আবুল কালাম আজাদ, শিপন আহমদ প্রমুখ। সভা শেষে দুই উপজেলার ৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১শ শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার টাকা করে ৩৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সভায় মন্ত্রীকে মানপত্র প্রদান করে খাদিমপুর নছিব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার ।