রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপহৃত ছাত্রের সন্ধান মিলল সিলেটে
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫ ইং, ১:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স: নিখোঁজ হওয়ার একদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র সঞ্জয় কুমার মাহাতোকে সিলেটে পাওয়া গেছে। সঞ্জয় কুমার মাহাতো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বিনাবন্ধু মাহাতোর ছেলে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় সঞ্জয়ের বোন ফোন করে জানায়, সঞ্জয় একটি অপরিচিত নম্বর থেকে বাসায় যোগাযোগ করেছে। পরবর্তীতে ওই নম্বর নিয়ে তার সঙ্গে কথা বললে সঞ্জয় জানায়, সে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে কাজলায় যাওয়ার উদ্দেশে অটোরিকশায় ওঠে। তারপর কি হয়েছে সে জানে না। সঞ্জয় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সঞ্জয়কে অস্বাভাবিক অবস্থায় রাস্তায় দৌঁড়াতে দেখে তাকে থামানো হয়। এ সময় তিনি ভালোভাবে কিছু বলতে পারে নি। তারাই পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেন।