রুবেল-হ্যাপীর প্রেমকাহিনী নিয়ে গান গাইবেন হ্যাপী
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ৪:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৪১ বার পঠিত
বিনোদন ডেস্ক :: সবকিছু ভুলে পুরনো জায়গায় ফিরেছেন হ্যাপী। এখন কাজে মনোযোগী হয়েছেন হালের এই উঠতি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। এরই মধ্যে তার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। আরও একটি ছবি মুক্তির অপেক্ষায়। তবে এবার চলচ্চিত্র থেকে মিউজিক ভিডিওর মডেল হয়েছেন হ্যাপি।
গত দু-তিন দিন ধরেই এই বড় বাজেটের ভিডিও নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে এটা তার প্রথম মিউজিক ভিডিও নয়। এর আগে প্রবাসী শিল্পী তানভীর শাহিনের ‘দু চোখ’ গানটিতে মডেল হয়েছিলেন হ্যাপি। শিমুল হাওলাদারের পরিচালনায় সেই মিউজিক ভিডিওর মাধ্যমেই মূলত আলোচনায় আসেন তিনি।
এদিকে প্রায় দুই মাস আগে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন হ্যাপি, যার মাধ্যমে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। তবে পরবর্তীতে রুবেল বিশ্বকাপে বেশ ভাল পারফর্ম করেন। নিজেকে বদলে হ্যাপীও রুবেলের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়া শুরু করেন। এরই মধ্যে রুবেলের বিরুদ্ধে আর মামলা চালাবেন না বলেও জানিয়েছেন তিনি।
আবার রুবেলকে নিয়ে অভিনেত্রী মৌসুমী হামিদের সঙ্গে কয়দিন আগে ভার্চুয়াল যুদ্ধেও লিপ্ত হন হ্যাপী। তবে এখন সবই ভুলতে চান এ পর্দাকন্যা। শুধুই কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। তারই ধারাবাহিকতায় ফাহিম হোসেনের নতুন একটি গানে মডেল হয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। বড় বাজেটের এই ভিডিওতে হ্যাপীকে বেশ গ্ল্যামারাসরূপে পারফর্ম করতে দেখা যাবে ফাহিমের সঙ্গে।
নতুন খবর হলো, সম্প্রতি কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশেরও ইচ্ছা পোষণ করেছেন তিনি। রুবেল ও তার প্রেমকাহিনী নিয়ে এরই মধ্যে একটি গান গাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। আর এটা শ্রোতাদের জন্য চমক হয়ে থাকবে বলেই মনে করছেন হ্যাপী।