শাড়ি পরে অনুষ্ঠানে শাহরুখ!
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৫ ইং, ১০:৫৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৮৫ বার পঠিত
ডেক্স : শাহরুখ খান মানেই নতুন কিছু। তবে এভাবে নারীর বসনে দর্শকদের সামনে হাজির হবেন এটা কেউ ভাবতে পারেননি। সম্প্রতি টেলিভিশন শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌনে’ অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় শাড়ি গায়ে।
এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রচারের জন্যে গায়ে শাড়ি জড়িয়ে ছিলেন শাহরুখ।
মূলত অনুষ্ঠানের মঞ্চেই শাহরুখ শাড়িটি গায়ে জড়ান। এসময় তাকে সাহায্য করেন একদল নারী। মজার ব্যাপার হলো শাড়ির আঁচল থেকে কুঁচি, সবকিছু ঠিক ঠাক ভাবেই পরেছেন বলিউডের এই বাদশা।
তবে জন সম্মুখে গায়ে শাড়ি জড়িয়ে শাহরুখ তার ভক্তদের কাছে পৌঁছে দিয়েছেন নারীর ক্ষমতায়নের জরুরী এক বার্তা। শাহরুখ মূলত নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এবং এভাবেই তিনি নারীদের প্রতি সমর্থন ও সম্মান জানাতে চেয়েছেন।