শিক্ষাবীদ আলাউদ্দিনের রোগ মুক্তি কামনায় বিশ্বনাথে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫ ইং, ৬:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৬৮১ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশিষ্ঠ শিক্ষাবীদ, বিশ্বনাথের ঐতিহ্যবাহী বৈরাগীবাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আলাউদ্দিনের রোগ মুক্তি কামনায় গতকাল বুধবার বুখারী শরীফের খতম ও আলোচনা সভা মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিষ্ট কাজী আবু বকর মো. খোকন।
বুরাইয়া পূর্ব পাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ ফজলুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ আতাউর রহমান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোহাম্মদ নূরুল হক, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, এলাহাবাদ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের মোহাম্মদ হোসাইন, সিঙ্গেরকাছ আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরউদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, হাফিজ মাওলানা জমসেদ আলী, হাফিজ আব্দুল আলী, ব্যবসায়ী আখলুছ আলীসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে অসুস্থ হাফিজ আলাউদ্দিনের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন বুরাইয়া পূর্ব পাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ ফজলুর রহমান।